
Union News

উপরে দৃশ্যমান ছবিটি যার তার নাম অনুপম দাস (বুবাই ) পিতা তারাপদ দাস ঠিকানা : ডানকুনি তাঁতীপাড়া, পোস্টঃ - ডানকুনি, থানা - ডানকুনি, জিলা - হুগলী। বিগত ২০১৭ সাল থেকে আমাদের ইউনিয়নের মামলাকৃত কাগজপত্র ব্যবহার করে আজ পর্যন্ত বহুসংখ্যক বেকার যুবক যুবতীকে মিথ্যা চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রচুর অর্থ প্রতারণা করে যাচ্ছে। এমন কি আমাদের ইউনিয়নের সেক্রেটারি মহাশয় কে একবার আলোচনার নাম করে ডেকে নিজের ঘরে কিডন্যাপ করে এবং জোর করে হুমকি দেখিয়ে Blank Nonjudicial Stamp এর উপর সাক্ষর করিয়ে নেয়।

১) করোনা কালের শুরু থেকে আজ পর্যন্ত প্রায় ৩-৪ বছর বহুসংখ্যক শ্রমিকসভ্য ইউনিয়ন এর সাথে যোগাযোগ রাখতে পারেনি। ফলে তাদের কার্ডগুলি Renew করা হয়নি। সেই জন্য তাদের কার্ডগুলি Default হয়ে গেছে। তাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, তাদের কার্ডগুলি Renew করার জন্য ইউনিয়ন এর তরফ থেকে একটা সুযোগ দিচ্ছে। সেই সব শ্রমিক ভাইরা বিনা আবেদনে ইউনিয়ন অফিসে এসে তাদের কার্ডগুলি ৩১ শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে Renew বা Regular করতে পারবে।