Latest News
১) E.R.C.W.U (18950) এই ইউনিয়নের সদস্যদের জন্য নানা রকম কর্মসংস্থান, সুবিধা, অসুবিধা পর্যলোচনা করে। প্রয়োজন বোধে শ্রমিক ভাইদের জন্য প্রশাসনের সঙ্গে আইনগত আলোচনা, কখনোও আন্দোলনের মাধ্যমে এবং প্রয়োজন হলে শ্রমিক ভাইদের জন্য বিচার ব্যাবস্থার দ্বারস্থ হয় অর্থাৎ আদালত পর্যন্ত ন্যায় সংগত লড়াই করে।
২) উদাহরণ স্বরুপ বলা যাই যে, বর্তমানে আমরা আমাদের ইউনিয়নের সর্ব মোট ৮০৫ শ্রমিক ভাইদের চাকরির Regularisation এর সম্মতিপত্র রেল কতৃপক্ষের কাছ থেকে আদায় করতে পেরেছি।
৩) বর্তমানে প্রথম দফায় ৫৪১ জনের নিযুক্তির অন্তিম আদেশের অপেক্ষায় কলকাতা হাইকোর্টে অপেক্ষমান যার কেস নং - WPA24331/ OF-2019 কলকাতা হাইকোর্ট।
৪) দ্বিতীয় তালিকায় ১৩০ জনের জন্য মামলা চলছে কলকাতা হাইকোর্টে যার মামলা নং - WPA9710/ 2020 কলকাতা হাইকোর্ট।